আশরাফুল আলম
২০ জানুয়ারি, ২০২৬, 12:20 AM
লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার
কক্সবাজারের হোটেল সি প্লেসে ১৮ জানুয়ারি রবিবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লুমিনাস গ্রুপ সেলিব্রেশন- ২০২৬। দেশব্যাপী লুমিনাস ওয়ার্ল্ডের হাজারো টিম লিডার (টিএল) ও উদ্যোক্তা পরিবারের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল গাড়ি, ফ্ল্যাট, ওমরা হজ, নেপাল ও মালদ্বীপ ট্যুর, নগদ অর্থসহ নানা আকর্ষণীয় পুরস্কার। বিশেষ অতিথি ও সফল উদ্যোক্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উদ্দীপনা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর জনাব রাকিব হাসান। তিনি বলেন,
“আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ্য নিয়ে লুমিনাস কাজ করে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করাই লুমিনাস ওয়ার্ল্ডের মূল মিশন ও ভিশন।”
তিনি জানান, ২০২১ সালের ১ জানুয়ারি মাত্র ৮ জন সদস্য নিয়ে লুমিনাস যাত্রা শুরু করে। প্রথম বছরেই ২৪ জন নিয়ে একটি ছোট পরিসরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। পাঁচ বছরের ব্যবধানে সেই লুমিনাস আজ কক্সবাজারে প্রায় ২০০০ টিম লিডার পরিবারের অংশগ্রহণে বৃহৎ সেলিব্রেশন আয়োজন করতে সক্ষম হয়েছে—যা দেশের উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক।
রাকিব হাসান আরও বলেন, “লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে না গিয়ে যদি দেশেই উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে একদিন বিদেশিরাই কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আসবে। ২০৩০ সালের মধ্যে বেকারত্ব দূরীকরণ এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই লুমিনাসের অগ্রযাত্রা।”
অনুষ্ঠানে জানানো হয়, স্বনির্ভর কৃষিভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে লুমিনাস গ্রুপ। ভেজালমুক্ত খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভেজালমুক্ত বাংলাদেশ গঠনে লুমিনাসের ভূমিকা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিগগিরই লুমিনাসের নতুন নতুন পণ্য বাজারে আনার অঙ্গীকারও করা হয়।
উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করার প্রত্যয়ে লুমিনাস গ্রুপ সেলিব্রেশন-২০২৬ ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।