তামিম হোসেন সবুজ (বেনাপোল)
০৩ ডিসেম্বর, ২০২৫, 5:29 PM
শার্শায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে ০৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে রামপুর বাজারে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলে আলেম-ওলামারা তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।