ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

মিরপুরের অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

#

নিশাত শাহরিয়ার

১৭ অক্টোবর, ২০২৫,  9:09 PM

news image

মিরপুরের রূপনগরে কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার প্রতিবাদে মিরপুরে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

১৭ অক্টোবর শুক্রবার বিকালে মিরপুর দশ নম্বর গোলচত্বরে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

গণসংহতি আন্দোলন পল্লবী থানা শাখার আহবায়ক আশরাফুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াছিন খানের সঞ্চালনায় সমাবেশে সমাবেশে দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন বলেন, শিল্প কারখানায় তদারকির দায়িত্বে থাকা কল-কারখানা অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি ও তদারকির ব্যর্থতার কারণে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার ঘটনা নিয়মিত ঘটছে। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগঠক রতন তালুকদার বলেন, দিনের পর দিন শুধু শ্রমিক আর খেটে খাওয়া মানুষেরাই এই ধরনের নির্মম ঘটনার শিকার হচ্ছেন। এগুলো মৃত্যু নয়, কাঠামোগত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হলে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। 

দলের রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা বলেন, ইন্টেরিম সরকার যদি সাধারণ জনতার প্রতিনিধি হয়ে আসেন তাহলে এই দেশে শ্রমিকদের উপর কেন গুলি চলে, কেন শ্রমিক আগুনে পুড়ে মরে ? তিনি অবিলম্বে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন পল্লবী থানার সদস্য সচিব প্রদীপ রায়, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মিরপুর শাখার আহবায়ক আসাদুল্লাহ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহা, গণসংহতি আন্দোলনের পল্লবী শাখার যুগ্ম আহবায়ক আইনুল হক ও শাহ মান্না বেনারশি সহ দলের সংগঠক ও নেতাকর্মীবৃন্দ।। 

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল দশ নম্বর গোলচত্বর ঘুরে মিরপুরের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।