নিশাত শাহরিয়ার
০৩ জানুয়ারি, ২০২৬, 2:11 AM
মান্নাসহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচএম হামিদুর রহমান আযাদসহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ভুল তথ্য, মামলাসংক্রান্ত বিষয়, স্বাক্ষর জালিয়াতি, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
শুক্রবার দেশের বিভিন্ন আসনে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য জানান।বাতিল হওয়া প্রার্থীদের আগামী ৫-৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। এরপর নির্বাচনে চ‚ড়ান্ত প্রার্থীর সংখ্যা এবং কতটি দল শেষ পর্যন্ত নির্বাচনে থাকছে, তা জানা যাবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।