ইমরান হোসেন (খুলনা)
১০ জানুয়ারি, ২০২৬, 12:08 AM
বটিয়াঘাটায় শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগ থেকে পদত্যাগ
খুলনা বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালীর ৮নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী শ্বেচ্ছায় পদত্যাগ করেন। ০৯ জানুয়ারী শুক্রবার এক লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে নিম্ন লিখিত সদস্যগন তাদের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন এবং তারা কখনো আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠণের সাথে সম্পৃক্ত হবেন না।
সদস্যরা হলেন- উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন মোল্যা, মোতাচ্ছিন বিল্লা বাবু সভাপতি স্বেচ্ছাসেবকলীগ, মোঃ ফেরদাউস মোল্যা সহ-সভাপতি, সদস্য-মোঃ কামরুল শেখ, মজিদ শেখ,আঃ রাজ্জাক শেখ,মোকলেছ শেখ, জমির শেখ, হায়দার শেখ, মোজাফফর শেখ, সাদ্দাম শেখ, অহেদ শেখ, আঃ রব মল্লিখ, সত্তার শেখ, মোঃবাবুল শেখ, আনসার শেখ, আঃ রহমান চৌধুরী, নাজমুল শেখ, হাসান শেখ।
আওয়ামী লীগ থেকে পদত্যাগ কারী সদস্যদের মধ্যে আরও রয়েছেন জালাল গাজী, হাবিবুর মল্লিক, শহরালী শেখ, আঃ রশিদ মল্লিক, মোঃ আরিফ গাজী, মোঃ দাউদ শেখ, মোঃ ফরিদ শেখ, আঃ রাজ্জাক শেখ, কামরুল গাজী, আকতার হালদার, মিজান চৌধুরী, মান্নান শেখ, মোঃ মাওলাদ শেখ, আবু হুরায়রা শেখ, আঃ সালাম শেখ, আরজালী মোল্যা, আহদালী শেখ, সোরাপ শেখ, আসিফ শেখ, আব্দুল শেখ, নাসির শেখ, আরজ আলী শেখ, ইন্দাদুল শেখ, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রাজু সেখ, ওয়ার্ড কৃষকলীগের সহ সাধারণ সম্পাদক আজাদ শেখ, সদস্য সামাদ শেখ, আলামিন মোল্লাসহ শতাধিক নেতাকর্মী।