ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

২০ জানুয়ারি, ২০২৬,  12:12 AM

news image

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বটিয়াঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি তার বক্তব্যে গণভোট ২০২৬ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং ভোট প্রদানে আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা মোঃ শোয়েব শাত-ঈল-ইভানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়াও সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়।