আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)
২৯ ডিসেম্বর, ২০২৫, 5:19 PM
ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফেঞ্চুগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবির।আজ রবিবার ফেঞ্চুগঞ্জ থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান এবং সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, ছামি হায়দার ও জাহিদুর রহমান রিপন।
মতবিনিময় কালে নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও সমাজ থেকে অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।