নিশাত শাহরিয়ার
০২ জানুয়ারি, ২০২৬, 1:03 AM
প্রশাসন আমার ঘরে রান্না করে: হাসান মামুন
প্রশাসন আমার ঘরে রান্না করে- সম্প্রতি পটুয়াখালী-৩ আসনে এক নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি'র বহিষ্কৃত নেতা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। জোটের প্রার্থী ঘোষণার পর থেকেই এখানে বইছে বিদ্রোহের হাওয়া। বিশেষ করে ছাত্রনেতা হাসান আল মামুনের সাম্প্রতিক কিছু মন্তব্য স্থানীয় রাজনীতিতে তৈরি করেছে নতুন মেরুকরণ।
সম্প্রতি এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে হাসান মামুন সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, "তারেক জিয়াকে আমি ভালো করে চিনি, আমাকে ভয় দেখাবেন না।" প্রশাসনের ওপর নিজের প্রভাব দাবি করে তিনি আরও বলেন, "ওরকম প্রশাসন আমার ঘরে রান্না করে।" তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জোটের প্রার্থী বনাম বিদ্রোহী প্রার্থী পটুয়াখালী-৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ স্থানীয় বিএনপির একটি বড় অংশ। হাসান মামুন এই ক্ষোভকে পুঁজি করে প্রার্থী হিসেবে ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করে হাসান মামুন তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো চাপের মুখে বা সমঝোতার মাধ্যমে তিনি নির্বাচনী মাঠ ছেড়ে যাবেন না।
তিনি বলেন, "যেকোনো কিছুর বিনিময়ে আমি নির্বাচন করব। তৃণমূলের ভালোবাসা ও অধিকার আদায়ের লড়াইয়ে আমি পিছপা হব না।
স্থানীয় ভোটারদের মতে, নুরুল হক নুরের জাতীয় পরিচিতি থাকলেও মাঠ পর্যায়ে হাসান মামুনের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি রয়েছে। ফলে এই আসনে লড়াইটা এখন আর শুধু দলীয় প্রতীক বা জোটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন 'তৃণমূল বনাম কেন্দ্র'—এমন এক মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে।
হাসান মামুনের এই অনড় অবস্থান পটুয়াখালী-৩ আসনের ভোটের হিসেবে বড় ধরনের ওলট-পালট ঘটাতে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।