NL24 News
১৯ জানুয়ারি, ২০২৬, 1:05 PM
ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পুতুল
ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দোয়া মাহফিলে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।”
তিনি আরও বলেন, “তাঁর রাজনৈতিক জীবনের মূল শিক্ষা ছিল জনগণের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তাঁর সেই আদর্শ ও রাজনৈতিক দর্শনকে স্মরণ করছি।”
দোয়া মাহফিলে ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু ও বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও একই আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।