কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
১৭ ডিসেম্বর, ২০২৫, 12:42 AM
নোয়াখালী-৫ আসনে এনসিপির গণসংযোগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও নোয়াখালী-৫ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট হুমায়রা নূর মওদুদ আহমেদ এর কবর জিয়ারত ও আহত জুলাই যোদ্ধার পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে জাতীয় নেতা, সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে এডভোকেট হুমায়রা নূর বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন নোয়াখালীর সূর্যসন্তান, জাতীয় পর্যায়ের একজন বরেণ্য নেতা ও প্রথিতযশা আইনজীবী। গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, তার স্বামী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান দীর্ঘদিন ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র হিসেবে আইন পেশায় কাজ করেছেন, যা তাদের পরিবারের জন্য গর্বের বিষয়।
পরে তিনি আহত জুলাই যোদ্ধার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় তিনি জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।