মতিন গাজী (যশোর)
০২ জানুয়ারি, ২০২৬, 11:49 PM
নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতির পিতা আফতাব আলী সরদারের ইন্তেকাল
যশোরের নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি এস এম মুজিবর রহমানের পিতা আফতাব আলী সরদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুমের জানাজার নামাজ পবিত্র জুম্মাবাদ নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এটিএন নিউজের স্টাফ রির্পোটার ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেন।
পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার ও সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।