নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, 12:26 PM
তারেক রহমানের অভ্যর্থনায় থাকছে ব্যাপক আয়োজন
প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনায় ব্যাপক আয়োজন চলছে দলে। তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। প্রস্তুতি সভা, উঠান বৈঠক থেকে শুরু করে নানা পর্যায়ের সভায় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে দল থেকে। গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দলে উৎসবের আমেজ। নেতাকর্মীরা এখন চাঙ্গা। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে সারাদেশে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছেন।