নাজমুল আদনান (টাঙ্গাইল)
১২ নভেম্বর, ২০২৫, 10:46 PM
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঘাটাইলে জাকের পার্টির যৌথ আলোচনা সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে (যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা) সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতিমূলক যৌথ আলোচনা সভার আয়োজন করলো জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনসমূহ।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় শাহপুরের সোনার তরী পার্টি সেন্টারে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জাকের পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মোঃ আব্দুল আজিজ খান অটল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি জনাব মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান আতিক, টাঙ্গাইল জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী জনাব আবু সুফিয়া, এবং টাঙ্গাইল জেলা জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের সভানেত্রী জনাব সালেহা রহমান।
জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকসহ জাকের পার্টি এবং এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, এবং দলীয় আদর্শের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার মঞ্চ ও স্লোগানে ইসলামী মূল্যবোধ এবং দলের প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। সভায় 'ইসলাম', 'আল্লাহু আকবার', 'ঈমান', এবং 'এহসান' এর মতো আদর্শিক বার্তা উচ্চারিত হয়। এই যৌথ সভার আয়োজনে ছিল জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট, টাঙ্গাইল জেলা।