ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে খাবার আয়োজন

#

নিশাত শাহরিয়ার

১৪ নভেম্বর, ২০২৫,  5:49 PM

news image

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি এতিমখানায় প্রায় শতাধিক অসহায় ও এতিমদের মাঝে খাবার আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ।

খিলগাঁওয়ের দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর এতিমদের সাথে দুপুরের খাবারের আয়োজন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

ছাত্রনেতারা জানান, ছাত্রদল একটি মানবিক সংগঠন। দেশনায়ক তারেক রহমানের অঙ্গিকার দেশের মানুষ অনাহারে যাতে কষ্ট না পায় সেই লক্ষ্যে ছাত্রদল এই কর্মসূচী অব্যাহত রাখবে।এতিম শিশুদের সাথে একসাথে বসে খাবার খাওয়া এবং তাদের সাথে একটি দিন আনন্দের সাথে উপভোগ করায় সন্তুষ্টি প্রকাশ করেন ছাত্র নেতারা। ‌

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার থাকার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোও তারা করে যাবেন।

তারেক রহমানের ১ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নে তারা ইতোমধ্যে প্রায় ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। রাস্তায় জলদূর্ভোগ কমাতেও তারা নিরলস কাজ করে যাবেন যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।