ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালন

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৬ ডিসেম্বর, ২০২৫,  9:25 PM

news image

সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকার। সভা সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী।

সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু ও কাজী নুরুচ্ছাফা।

আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সেলিম, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন (মেম্বার), বোয়ালখালী উপজেলা জাপার আহ্বায়ক মজিবুর রহমান, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সওদাগর, মোহাম্মদ জালাল আহমদ, ডা. আব্দুল হালিম, নেজামত সওদাগর, দুলা মিয়া চৌধুরী (মেম্বার), জেলা যুব সংহতির সদস্য সচিব রুপেশ সরকার, যুব নেতা এম. ইরফান হোসেন, আব্দুল হাকিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ নুরুচ্ছফা সরকার বলেন, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংবিধানের প্রতি শ্রদ্ধা ও অনুগত থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সংবিধানের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সংবিধান সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভা শেষে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।