সংবাদ শিরোনাম
রাহাত শরীফ (গোপালপুর)
১৬ জানুয়ারি, ২০২৬, 2:26 PM
গোপালপুরে জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান
গোপালপুরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় অতিথিরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখা।
সম্পর্কিত