ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

গাজীপুর-৫ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জনের

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৩ জানুয়ারি, ২০২৬,  10:28 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট সকল প্রার্থীর উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল হাসান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মো. আল-আমিন দেওয়ান, জনতার দল মনোনীত কলম প্রতীকের প্রার্থী আজম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমান এবং গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. কাজল ভুইয়া।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী রুহুল আমিনের মনোনয়নপত্র প্রস্তাবকারীর ভোটার নম্বর ভুল থাকায় বাতিল করা হয়।

এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. শফিউদ্দিন সরকারের মনোনয়নপত্রে ফরম-২০ ও ফরম-২১ অনুযায়ী নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও দায় এবং বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী সঠিকভাবে উল্লেখ না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।