তামিম হোসেন সবুজ (বেনাপোল)
১০ ডিসেম্বর, ২০২৫, 12:22 AM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেনাপোলে দোয়ার আয়োজন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত ভাবে দুআ-মোনাজাতের আয়োজন করেছে ৩ নং বাহাদুরপুর ইউনিয়নবাসী।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বিকেলে বেনাপোল বাহাদুরপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এই দুআ ও মোনাজাতের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও রোগ মুক্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় হাজার হাজার মানুষ কান্নাজনিত কন্ঠে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহেব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সিনিঃ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।