ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন পত্র নিলেন মাহমুদুল হাসান জুয়েল

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৬ নভেম্বর, ২০২৫,  7:57 PM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল।

বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ।

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুল হাসান জুয়েল বলেন, “উলিপুরের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের বঞ্চনা ও অনুন্নয়ন কাটিয়ে একটি আধুনিক, উন্নত ও পরিবর্তনশীল উলিপুর গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টির হয়ে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষা–স্বাস্থ্য–কৃষি খাতের উন্নয়ন এবং নদীভাঙন মোকাবিলাকে তিনি অগ্রাধিকার দেবেন।

তার মনোনয়ন ফর্ম সংগ্রহকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব হিসেবে জুয়েলের উত্থানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি।