দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
১২ নভেম্বর, ২০২৫, 11:29 PM
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল
কিশোরগঞ্জ- ৩(করিমগঞ্জ ও তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। তারা এ আসনে বিএনপির কিশোরগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে করিমগঞ্জ বাজার এলাকায় মিছিল করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার অনুসারী বিএনপি নেতা-কর্মীরা।এসময় করিমগঞ্জ বাজারে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে মিছিল সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে কিশোরগঞ্জ -৩ আসন(করিমগঞ্জ ও তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক এর নাম ঘোষণা করা হয়। এ ঘটনার পর প্রার্থীকে মেনে নিতে পারছেন না অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার অনুসারীরা।
করিমগঞ্জ বাজারের সড়কে মিছিলে নেতা কর্মীরা 'দু:সময়ের জাহাঙ্গীর আলম মোল্লা ভাই, মনোনয়ন তাঁকে চাই', মনোনয়ন মানি না, মানব না', '৩ তারিখের মনোনয়ন মানি না', মানব না' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
নেতাকর্মীরা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার অনুসারীদের ভাষ্য,দ্রুত প্রার্থী পরিবর্তন করা না হলে সামনে আরও কর্মসূচী ঘোষণা করা হবে।
বিএনপি নেতা তাজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা দু:সময়ের কান্ডারী। তাকে মনোনয়ন বঞ্চিত করায় তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের হৃদয়ে রক্তকরণ চলছে।আমরা এই মনোনয়ন পুন বিবেচনার দাবি জানাই।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি উজ্জামান ভূঁইয়া শফি বলেন,এই আসনে দলের তৃণমূলের সকল নেতা-কর্মী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাকে প্রার্থী হিসেবে দেখতে চান।
কিন্তু দলের নেতাকর্মীদের মতামত বিবেচনা না করে গত তিন নভেম্বর এই আসনে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুককে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা তৃণমূলের নেতাকর্মীরা চুড়ান্ত প্রার্থী তালিকা করার সময় সিদ্ধান্তের পুন:বিবেচনার পরিবর্তন দাবি জানাই।