আলমগীর মোল্লা (গাজীপুর)
২১ ডিসেম্বর, ২০২৫, 10:50 PM
কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর‑৫ (কালীগঞ্জ) আসনের আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম—এই তিনটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ—আহ্বায়ক মো. হুমায়ুন কবীর মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম ও সাবেক মেয়র মো. লুৎফর রহমান—সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলামের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী হলেন মাওলানা মো. আল‑আমিন দেওয়ান। তিনি কেন্দ্রীয় সহ‑যুব ও ক্রীড়া সম্পাদক এবং গাজীপুর জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল‑আমিন দেওয়ান তার দলের কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূঁইয়া, উপজেলা সহ‑সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন।
গণফোরাম মনোনীত প্রার্থী হলেন মো. সোহেল মিয়া। তাঁর পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সবার দোয়া প্রার্থী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূঁইয়া বলেন, মাওলানা আল‑আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। ভোটারদের সমর্থনে আমরা সংসদীয় আসনকে শিল্প‑সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তুলব।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবেন।
গাজীপুর‑৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা কর