ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২১ ডিসেম্বর, ২০২৫,  10:50 PM

news image

গাজীপুর‑৫ (কালীগঞ্জ) আসনের আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম—এই তিনটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপি মনোনীত প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ—আহ্বায়ক মো. হুমায়ুন কবীর মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম ও সাবেক মেয়র মো. লুৎফর রহমান—সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলামের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী হলেন মাওলানা মো. আল‑আমিন দেওয়ান। তিনি কেন্দ্রীয় সহ‑যুব ও ক্রীড়া সম্পাদক এবং গাজীপুর জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল‑আমিন দেওয়ান তার দলের কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূঁইয়া, উপজেলা সহ‑সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন।

গণফোরাম মনোনীত প্রার্থী হলেন মো. সোহেল মিয়া। তাঁর পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সবার দোয়া প্রার্থী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূঁইয়া বলেন, মাওলানা আল‑আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। ভোটারদের সমর্থনে আমরা সংসদীয় আসনকে শিল্প‑সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তুলব।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবেন।

গাজীপুর‑৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা কর