ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

এলাকার উন্নয়নে মিলনকেই পাশে চান কচুয়াবাসী

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

০৭ নভেম্বর, ২০২৫,  8:07 AM

news image


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতৃত্বের দূর-দৃষ্টি আবারও প্রমাণিত হলো চাঁদপুরের কচুয়ায় উপজেলার ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর মিয়াজী বাড়ীর মৃত ওবায়েদুল হক'র সন্তান বিএনপির সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখিয়ে দিলেন সঠিক সময়ে সঠিক মানুষকেই দায়িত্ব দেওয়ার নামই নেতৃত্ব জাতীয়তাবাদী দল বিএনপির।   

ড. আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়ার মাটি ও মানুষের সাথে হৃদয় দিয়ে যুক্ত একজন নেতা নন তিনি সারা বাংলাদেশে জনপ্রিয় ও ক্লীন ইমেজের একজন নেতা। তার মন্ত্রীত্বের সময় কচুয়ার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বাস্তব নজির এখনো কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এবং ২৪৩ টি গ্রামের-পাড়া-মহল্লায় মানুষের মুখে মুখে। তিনি কখনো লোক দেখানো রাজনীতি করেননি বরং নীরবে-নিভৃতে কচুয়ার সাড়ে ৪ লক্ষ মানুষের জন্য কাজ করে গেছেন ।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন তাকে মনোনয়ন দিলেন কচুয়ার মানুষ যেন হাঁফ ছেড়ে বাঁচলো। কারণ ড. আ ন ম এহসানুল হক মিলন ছাড়া কচুয়ার নেতৃত্ব আজও কল্পনা করা ভাবা যায় না।  

আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ভোটারদের সামনে বড় দায়িত্ব। এইবার নেতা সঠিক নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচন করেছেন। এখন সময় মানুষের সঠিক সিদ্ধান্তের অপেক্ষা। এই চূড়ান্ত সময়ে কোনো আবেগ বা বিভ্রান্তির কোনও সুযোগ নেই। ভোট দিতে হবে বিবেক দিয়ে এলাকার ভবিষ্যৎ ভেবে।  

যে মানুষটি বছরের পর বছর ধরে কচুয়ার জন্য কাজ করেছেন, সুনামের সাথে জাতীয় দায়িত্ব পালন করেছেন, দলীয় দুঃসময়ে থেকেছেন অনড় তার হাতে নেতৃত্ব দেওয়া মানে চাঁদপুরের কচুয়ার অগ্রগতির গতিকে আরও শক্তিশালী করা। কচুয়ার উন্নয়ন শান্তি আর মর্যাদার রাজনীতির একমাত্র বিকল্প—ড. আ ন ম এহসানুল হক মিলন।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়া মানে কচুয়ার ভবিষ্যতের পক্ষে রায় দেওয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন উপরোক্ত কথাগুলো বলেন।