ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে সতর্কবার্তা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ জানুয়ারি, ২০২৬,  3:02 AM

news image

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে ছড়িয়ে তাকে রাজনৈতিক বক্তব্যের জড়ানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন একটি চক্র এমনটাই অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকেলে সোস্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়াড ফেসবুক পোস্টের মাধ্যমে নাসের রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বদলৌতে আমার দৃষ্টিগোচর হয়েছে। সে ভিডিও ক্লিপে দেখতে পেলাম আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

প্রকৃতপক্ষে আমি এই ধরনের কোন বক্তব্য কখনোই কোথাও প্রদান করি নাই। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য এই ধরনের অপকৌশল প্রয়োগ করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জোর চেষ্ট করছে।

AI প্রযুক্তি ব্যবহার করে কারো সম্মান হানি না করার বিষয় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে এ ব্যাপারে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি।

ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্ট করে জানান, ভিডিওটিতে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাস্তবে তিনি কখনোই এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, AI প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগত সম্মানহানির জন্যই ক্ষতিকর নয় এটি একটি দেশের গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক ধারার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই-বাছাই করে সচেতন থাকার অনুরোধ জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।