ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

​ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপার গণসংযোগ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৯ ডিসেম্বর, ২০২৫,  4:24 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় ঝড়কা বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আইনিন নাহার নিপা।

​ভোটারদের সাথে মতবিনিময় গণসংযোগকালে আইনিন নাহার নিপা ঝড়কা বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং এলাকার বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এসময় ভোটাররা তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।

​উন্নয়নের প্রতিশ্রুতি পথসভায় আইনিন নাহার নিপা তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জয়ী হলে তিনি অবহেলিত ঘাটাইলের চিত্র বদলে দেবেন। তার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:

অবকাঠামো উন্নয়ন: গ্রামীণ রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।

​শিক্ষা ও স্বাস্থ্য: মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

​শান্তিপূর্ণ পরিবেশ: এলাকায় সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা।

​জনঅংশগ্রহণ: উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজে সরাসরি জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা।

​জনগণের সাড়া ঝড়কা বাজারে গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ভোটারদের উদ্দেশ্যে আইনিন নাহার নিপা বলেন, "আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ ঘাটাইল গড়ে তুলব।" গণসংযোগ শেষে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন