নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৯ ডিসেম্বর, ২০২৫, 4:24 PM
ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপার গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় ঝড়কা বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আইনিন নাহার নিপা।
ভোটারদের সাথে মতবিনিময় গণসংযোগকালে আইনিন নাহার নিপা ঝড়কা বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং এলাকার বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এসময় ভোটাররা তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
উন্নয়নের প্রতিশ্রুতি পথসভায় আইনিন নাহার নিপা তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জয়ী হলে তিনি অবহেলিত ঘাটাইলের চিত্র বদলে দেবেন। তার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:
অবকাঠামো উন্নয়ন: গ্রামীণ রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।
শিক্ষা ও স্বাস্থ্য: মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
শান্তিপূর্ণ পরিবেশ: এলাকায় সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা।
জনঅংশগ্রহণ: উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজে সরাসরি জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা।
জনগণের সাড়া ঝড়কা বাজারে গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ভোটারদের উদ্দেশ্যে আইনিন নাহার নিপা বলেন, "আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ ঘাটাইল গড়ে তুলব।" গণসংযোগ শেষে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন