ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

​কুড়িগ্রামের রাজারহাটে নাইটগার্ড হত্যাকান্ডে মানববন্ধন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:12 AM

news image

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসের নাইটগার্ড শ্রী তপন সরকার হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ১০টা থেকে রাজারহাট প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে ছিল— শ্রী তপন সরকার হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, খুনিদের দ্রুত গ্রেপ্তার করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণ ব্যাখ্যা করা।

বিক্ষোভকারীরা জানান, একজন নিরীহ নাইটগার্ডকে নির্মমভাবে হত্যার পর এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি না থাকায় তারা হতাশ ও ক্ষুব্ধ। সমাবেশে নিহত শ্রী তপন সরকারের ছবি সংবলিত প্রতিকৃতি বহন করে শোক ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

তারা আরও বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।