এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
২৩ ডিসেম্বর, ২০২৫, 1:12 AM
কুড়িগ্রামের রাজারহাটে নাইটগার্ড হত্যাকান্ডে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসের নাইটগার্ড শ্রী তপন সরকার হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ১০টা থেকে রাজারহাট প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে ছিল— শ্রী তপন সরকার হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, খুনিদের দ্রুত গ্রেপ্তার করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণ ব্যাখ্যা করা।
বিক্ষোভকারীরা জানান, একজন নিরীহ নাইটগার্ডকে নির্মমভাবে হত্যার পর এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি না থাকায় তারা হতাশ ও ক্ষুব্ধ। সমাবেশে নিহত শ্রী তপন সরকারের ছবি সংবলিত প্রতিকৃতি বহন করে শোক ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
তারা আরও বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।