সলিমুল্লাহ রনি (ফরিদপুর সদর)
১১ ডিসেম্বর, ২০২৫, 1:24 AM
১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস
১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবসে United nature international peace Bangladesh Branch ফরিদপুর জেলা শাখার প্রধান আহবায়ক এস.এম.রনির পক্ষ থেকে ফরিদপুর প্রেসক্লাবে বিশ্ব শান্তি ও মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন United nature international peace Bangladesh Branch ফরিদপুর জেলা শাখার প্রধান আহ্বায়ক এস.এম.রনি এবং উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন United nature international peace Bangladesh Branch ফরিদপুর জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক মীর রিফাতুল শাকিল, United nature international peace Bangladesh Branch ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।