ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য খাতে দুর্নীতির মাফিয়া মিঠু গ্রেফতার

#

নিশাত শাহরিয়ার

১১ সেপ্টেম্বর, ২০২৫,  10:33 PM

news image

রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত

মোতাজ্জেরুল ইসলাম মিঠু (৫৫) কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার সময় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।

স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে

মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি সরবরাহকারী আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করেছে কমিশন। 

দুদকের মহাপরিচালক আকতার হোসেন জানান, মিঠু বিভিন্ন সময়ে জমি ক্রয়, লিজ, প্লট ও ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ, শেয়ার ও কোম্পানিতে বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবে অর্থ, স্বর্ণালংকার, আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে অন্তত ৭৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ অন্তত ৫৭ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া তার নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা।

তার বৈধ আয় পাওয়া গেছে প্রায় ৭১ কোটি ৫০ লাখ টাকা। অনুসন্ধানে দেখা যায়,  জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মিঠুর অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়ে আছে ৭৫ কোটি ৮০ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে স্বাস্থ্য খাতের মাফিয়া হিসেবে পরিচিত ছিল মোতাজ্জেরুল ইসলাম মিঠু। মোতাজ্জেরুর ইসলাম মিঠু লেরিক্সাকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা যায়।