তামিম হোসেন সবুজ (বেনাপোল)
০৩ জানুয়ারি, ২০২৬, 9:20 PM
স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন খালেদা জিয়া: নুরুজ্জামান লিটন
গণতন্ত্রকে এগিয়ে নিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন করেছেন ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫/১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেছেন, জানাজায় অর্ধ কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক ও গণতন্ত্রের প্রতীক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। এ কারনেই তাকে মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা সম্মানে ভুষিত করা হয়েছে বলে জানান তিনি।
এসময় বিএনপি নেতা নুরুজ্জামান লিটন আরো বলেন, আজ দেশ গভীরভাবে শোকাহত। খালেদা জিয়া একজন মমতাময়ী মা। যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। অন্যায়ের সাথে আপোস না করায় তিনি বারবার গ্রেফতার হয়েছেন। চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন শিকার হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের। তবু যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহনাভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন বিএনপি নেতা,কর্মীদের। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিবল তাঁর পরিবার। তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব রেখে গেছেন সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস। যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বহুকাল।
শনিবার (০৩ জানুয়ারী) বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতি, পরিবহন ব্যবসায়ী সমিতি,ট্রাক্সি চালক ইউনিয়ন, কুলি ইউনিয়ন সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের আয়োজনে বেনাপোল চেকপোষ্টে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বেনাপোল চেকপোষ্ট রিকসা স্টান্ড জামে মসজিদের ইমাম মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। এর আগে বাগে জান্নাত এতিম খানার শিক্ষার্থীরা গজল পাঠ ও কোরআন খতম দেয়।
দোয়া অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,আ
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল, যুগ্ম আহবায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, শার্শা সদর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ পিন্টু রহমান, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, বেনাপোল পৌরসভার ৯ং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, সহসভাপতি আনিসুর রহমান,সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপদেষ্টা মিলন হোসেন, বেনাপোল চেকপোস্টে কুলি শ্রমিকের সভাপতি মোবারক হোসেন কালু,সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইকরামুল,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুর হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,কোষাধ্যক্ষ মিন্টু বিশ্বাস, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।