ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

লাকসামে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৮ জানুয়ারি, ২০২৬,  12:47 AM

news image

বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় লাকসাম উপজেলার বদরুন্নেসা ও ফয়েজুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ১৩২৫ জন সেবাপ্রার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ১২ জন চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত মেডিকেল টিমে এ সময় সাধারণ রোগ, চর্মরোগ, ডায়াবেটিস, রক্তচাপ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

৩৩ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে। জনস্বাস্থ্যের উন্নয়নে এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটা বাংলাদেশ সেনা বাহিনীর ধারাবাহিক কাজেরই একটা অংশ।ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

লাকসাম উপজেলা প্রশাসনের এক প্রতিনিধি ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল জাফরান বলেন, “সেনাবাহিনীর প্রধানের প্রত্যক্ষ গাইডলাইন ফলো করে সাধারণ মানুষের মধ্যে যারা সহজে বিনামূল্যে চিকিৎসা পায়না তাদের জন্য সার্জন,অর্থপেডিক্স, মেডিসিন বিশেষজ্ঞ, জেনারেল প্রাক্টিশনার সহ একটি টিম নিয়ে এসেছি। এতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এমন একটি মহৎ আয়োজন হওয়ায় স্থানীয় গরিব অসহায়  মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। এই মহতি কাজে আমাদের বিদ্যালয় ব্যবহার করায় আমরা খুশি ”

ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, “সকাল থেকেই বিপুল সংখ্যক রোগী আসতে শুরু করে। সাধারণ রোগের পাশাপাশি জটিল কিছু সমস্যার প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।”

স্থানীয় নাগরিক মোঃ মহিউদ্দিন বলেন, এই ধারাবাহিকতা প্রতি দুই- তিন মাস অন্তর অন্তর হলে মানুষ উপকৃত হবে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা শ্যামলা বেগম বলেন, "এত ভালোভাবে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা খুবই উপকৃত। নিয়মিত এমন ক্যাম্প হলে গরিব মানুষের অনেক উপকার হবে।”

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।