ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৩ নভেম্বর, ২০২৫,  1:39 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের দক্ষিণ আশতকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।করিমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- আমিন কবির রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়।কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল এস আই অলক বড়ুয়ার কমান্ডে গার্ড অব অনার দেয়।বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে উত্তর আশতকা কবরস্থানে তাকে দাফন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন করিমগঞ্জ থানার (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ, করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, প্রফসর দুলাল। 

আরো উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আনিসুর রহমান আরজু,গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূইয়া,বিএনপি নেতা আব্দুল কাদের আমিন,গুণধর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আমিনুল ইসলাম প্রমুখ।

জানাযায় অংশ নেন করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান আঙ্গুর, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জামায়াত নেতা সোহেল রানা ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক সংস্থার সহসভাপতি দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, গুণধর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি বদিউজ্জামান শরিফ, নজরুল ইসলাম প্রমুখ।