এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)
০৮ নভেম্বর, ২০২৫, 1:02 AM
রাজশাহীতে স্কলার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত মজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার সকাল দশ ঘটিকায়, স্কলার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ পরীক্ষায় রাজশাহী শহর ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, হাইকোর্টের আইনজীবী মিজানুর রহমান, এবং রাজশাহীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকবৃন্দ।
অভিভাবকরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও অধ্যবসায় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক অভিভাবক জানান, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। আমরা চাই, ভবিষ্যতেও এই উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হোক।”