ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

#

এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)

০৮ নভেম্বর, ২০২৫,  1:07 AM

news image

রাজশাহীর জিরোপয়েন্ট এলাকায় আজ শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের বিভিন্ন স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই মানববন্ধনে শিক্ষকরা তাদের প্ল্যাকার্ডে লিখেছেন— “শারীরিক শিক্ষা বাদ মানে শিশু বিকাশে বাধা”, “শিক্ষা মানে শুধু বই নয়” ইত্যাদি স্লোগান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বন্ধ করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।

একজন শিক্ষক বলেন, “আমরা খেলাধুলা শেখাই শুধু আনন্দের জন্য না, এটা শিশুদের শৃঙ্খলা, দলবদ্ধতা আর আত্মবিশ্বাস শেখায়। এই পদ বাদ দিলে সেই সুযোগটাই হারিয়ে যাবে।”

শিক্ষার্থীরাও হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা জানায়, শারীরিক শিক্ষা ক্লাস তাদের সবচেয়ে পছন্দের সময়। একজন নবম শ্রেণির শিক্ষার্থী বলে, “আমরা মাঠে খেলতে ভালোবাসি। স্যাররা আমাদের অনেক কিছু শেখান। আমরা চাই শারীরিক শিক্ষা ক্লাস যেন বন্ধ না হয়।”

মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানান, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহাল করতে হবে এবং শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক রাখতে হবে।‌