ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৮ অক্টোবর, ২০২৫,  1:58 PM

news image

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন, কিন্তু রাস্তার গর্ত, ভাঙা অংশ ও যানজটে নাকাল সাধারণ যাত্রীরা। বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।

সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এই গর্তগুলোতে পানি জমে কাদামাটির সাগরে পরিণত হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে, পাশাপাশি গাড়ির ক্ষয়ক্ষতিও ঘটছে নিয়মিত।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে তারা রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পথচারী ও যানবাহন চালকরা বলেন, এই রাস্তায় চলাচল মানেই এক ধরণের যুদ্ধ। প্রতিদিন সময় ও অর্থের ক্ষতি হচ্ছে।

পথচারীরা আরও অভিযোগ করেন, রাস্তায় চলাচলের অনুপযোগী অবস্থার কারণে যানজট লেগেই থাকে। ফলে ঢাকা ও টঙ্গী অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়কটির সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু না হলে এই জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।