মতিন গাজী (যশোর)
১১ ডিসেম্বর, ২০২৫, 12:30 AM
যশোরের অভয়নগরে মানবাধিকার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন অভয়নগর শাখার উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় নওয়াপাড়ায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: (ওসি) নুরুজ্জামান, নওয়াপাড়া বাজার সার সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি মো: ফিরোজ আলম এবং সাধারণ সম্পাদক এসএম ওয়ালিয়ার রহমান।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নূরবাগ মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি ফিরোজ আলম বলেন, অবহেলিত, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।