মতিন গাজী (যশোর)
০৯ ডিসেম্বর, ২০২৫, 1:52 AM
যশোরের অভয়নগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
যশোরের অভয়নগরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান অভয়নগরের সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রমের গতি বৃদ্ধি, সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং জনবান্ধব প্রশাসন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য। মাঠপর্যায়ে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে সবার সঙ্গে একযোগে কাজ করতে চাই।”
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু
উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, জহুরুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় বক্তারা উপজেলা পর্যায়ে উন্নয়ন কাঠামো, সরকারি সেবার সহজীকরণ, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর মতামত তুলে ধরেন। সভায় প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার এবং সেবামুখী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।