তামিম হোসেন সবুজ (বেনাপোল)
০১ ডিসেম্বর, ২০২৫, 10:39 PM
যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বি এন পি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের জন্যও প্রয়োজন। তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং সুস্থভাবে ঘরে ফিরে আসার প্রত্যাশা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ বিভিন্ন পর্যায়ের এবং শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে উপস্থিত উপস্থিত ছিলেন।