ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার কোর্ট পয়েন্ট থেকে ভিসা প্রতারক জুবেল গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩১ অক্টোবর, ২০২৫,  2:20 AM

news image

মৌলভীবাজারে ভিসা বিক্রির প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি জুবেল আহমদ (৩৮) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকার মৃত দুধু মিয়ার ছেলে জুবেল আহমদ ও তার মা রিনা বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের হয়।

বাদী রিনা বেগম আদালতে দায়ের করা সি.আর মামলা নং ২৮৭/২০২৫ (সদর)-এ অভিযোগ করেন, অভিযুক্তরা কাতারের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

বাদী জানান, প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে প্রতারক জুবেল তার বিশ্বাস অর্জন করে এবং “কাতারে আমার নিজস্ব কোম্পানি আছে” বলে আশ্বাস দিয়ে ধাপে ধাপে টাকা নেয়। পরবর্তীতে প্রতিশ্রুতি পূরণ না করে তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

বাদী রিনা বেগম বলেন— “প্রথমে খুব বিশ্বাসযোগ্যভাবে কথা বলেছিল জুবেল ও তার মা। বলেছিল, কাতারে তাদের কোম্পানি আছে, আমার স্বামীসহ আত্মীয়দের নিয়ে যাবে। কিন্তু টাকা নেওয়ার পর তারা উধাও হয়ে যায়। এখন না টাকা ফেরত দিচ্ছে, না ভিসা। আমি ন্যায়ের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।”

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দীর্ঘদিন নজরদারিতে রাখা হয় জুবেল আহমদকে।

মৌলভীবাজার সদর থানার এক কর্মকর্তা জানান— “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জুবেল আহমদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

অভিযুক্তদের তালিকা:১️ জুবেল আহমদ (৩৮)২️ রিনা বেগম (৫০)৩️ মিজান মিয়া (৩৫)৪️ মনির মিয়া (৪০)৫️ মুন্না মিয়া৬️আনিছ মিয়া (২৬) মামলার সারসংক্ষেপ: বিষয় বিবরণ- মামলা নং সি.আর ২৮৭/২০২৫ (সদর) বাদী রিনা বেগম।‌

অভিযুক্ত জুবেল আহমদসহ ৬ জন অভিযোগের ধরন ভিসা বিক্রির নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎপ্রতারিত অর্থের পরিমাণ ১৬,৫০,০০০ টাকা গ্রেফতার স্থান মৌলভীবাজার কোর্ট পয়েন্ট এলাকা মামলার অবস্থা আদালতের নির্দেশে তদন্ত চলমান, এই ঘটনায় মৌলভীবাজার জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে— “মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে প্রতারণা সমাজের জন্য বড় হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা।” গ্রেফতারকৃত জুবেল আহমদের মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।