নাজমুল আদনান (টাঙ্গাইল)
২৩ ডিসেম্বর, ২০২৫, 1:48 AM
মালদ্বীপ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ
টাঙ্গাইলের ঘাটাইলে মালদ্বীপে ভালো চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক রুহুল আমিন (২১) এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুশারিয়া গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে রুহুল আমিনকে মালদ্বীপ পাঠানোর প্রস্তাব দেন প্রতিবেশী মোঃ হাসু (৫৫)। তার মাধ্যমেই পরিচয় হয় ধলাপাড়া বাজারের ‘ঢাকা ট্রাভেলর্স এন্ড কম্পিউটার’ এর মালিক মোঃ বিল্লাল হোসেন এবং দালাল চক্রের সদস্য মোঃ ফয়েজ উদ্দিন ও পারভীন আক্তারের সাথে।
গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে বিবাদীরা মালদ্বীপের ভালো কোম্পানিতে কাজের প্রতিশ্রুতি দিয়ে রুহুল আমিনের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তাকে মালদ্বীপ পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর রুহুল আমিন জানতে পারেন, তাকে কোনো কোম্পানির ভিসায় নয়, বরং ‘সাপ্লাই’ হিসেবে অন্যত্রে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে কোনো কাজ বা নিরাপত্তা না থাকায় গত ৯ ডিসেম্বর আরও ৪৫ হাজার টাকা খরচ করে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন তিনি।
দেশে ফেরার পর ১০ ডিসেম্বর বিকেলে রুহুল আমিন ধলাপাড়া বাজারে বিবাদীদের অফিসে গিয়ে টাকা ফেরত চাইলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, "বিবাদীরা আমার সরলতার সুযোগ নিয়ে বিদেশে পাঠানোর নামে টাকাগুলো আত্মসাৎ করেছে। আমি এখন নিঃস্ব। আমি এর সঠিক বিচার ও আমার টাকা ফেরত চাই।"
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।