ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

মাথা গোঁজার ঠাঁই পেলেন ধনবাড়ীর অসহায় শাজেদা বেগম

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১১ ডিসেম্বর, ২০২৫,  12:10 AM

news image

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের  জামশেরপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমকে ঘর উপহার দিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমের গর্বে তিন মাসের বাচ্চা সহ তাকে ছেড়ে চলে যায় তার স্বামী। তার পর এক সন্তান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে কোনভাবে জীবন পার করছিলেন। দীর্ঘদিন অন্য মানুষের বাড়ীতে এবং পরে একটি ভাঙ্গা ঘর নির্মাণ করে কোনভাবে বসবাস করে আসছিলেন।

খবর পেয়ে ছুটে আসেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের সমর্থক গোষ্ঠীর লোকজন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘরের টিন, সিমেন্টের খুঁটিসহ সকল জিনিসপত্র নিয়ে হাজির হন অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমের বাড়ীতে।

কর্নেল আজাদের বড় ভাই আরশাফুল ইসলাম মাসুদ ও কর্নেল আজাদ সমর্থকগোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত থেকে পুরাতন ঘর ভেঙ্গে ঐ জায়গায় নতুন ঘর নির্মাণ করে দেন।

অসহায় সাজেদা বলেন, আমি একজন অসহায় মানুষ। আমার স্বামী আমার পেটের তিন মাসের বাচ্চা রেখে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ের কাজ করে কোনভাবে জীবন করছি। এ কথা বলে দু চোখের পানি ছেড়ে দেয় অসহায় সাজেদা বেগম। সাজেদা বলেন, আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা ঘর হবে সেই ঘরে থেকে আমি মারা যাব । আল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ করেছে।‌ কর্নেল আজাদ ভাই আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে। এমন মানবিক কাজে স্থানীয় এলাকাবাসী লে: কর্নেল অব: আসাদুল ইসলাম আজাদের উপর অনেক খুশি।