রুয়েল কামাল (বড়লেখা)
১৫ ডিসেম্বর, ২০২৫, 9:39 PM
বড়লেখার নবাগত ওসির সাথে সাংবাদিদের মতবিনিময়
মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বড়লেখা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রাতে ওসির কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় ওসি মনিরুজ্জামান খান বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এই সময়ে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই প্রকৃত ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আসন্ন নির্বাচনে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বড়লেখায় আইনশৃঙ্খলা বজায় রাখা শুধুমাত্র পুলিশের একার কাজ নয়। এতে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে তা দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসিকে বিভিন্ন পরামর্শ দেন। তারা বলেন, গণমাধ্যম সবসময় জনস্বার্থ ও সত্য প্রকাশে অগ্রাধিকার দেয়। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং গুজব প্রতিরোধে গণমাধ্যম ভূমিকা রাখবে। এসময় তারা ওসিকে স্বচ্ছতার সাথে তথ্য আদান-প্রদানের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, এ. জে লাভলু, প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন প্রমুখ।