ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

বড়দিনকে ঘিরে মধুপুরে কেনাকাটার ধুম

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৫ ডিসেম্বর, ২০২৫,  2:26 AM

news image

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) সামনে রেখে জমে উঠেছে কেনাকাটার ধুম।

উৎসবকে কেন্দ্র করে বাজারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে উপচে পড়া ভিড়। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ নানা পণ্যের দোকানে ক্রেতাদের পদচারণায় মুখর পুরো এলাকা।

মধুপুর বাজার, আরণ্যক বাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেটে দেখা গেছে, কেউ কিনছেন বাহারি ডিজাইনের পোশাক, কেউ আবার পরিবার–পরিজনের জন্য পছন্দ করছেন নতুন জুতা ও স্যান্ডেল। শিশুদের জন্য রঙিন জামা-কাপড় ও খেলনার দোকানগুলোতেও রয়েছে বাড়তি ব্যস্ততা।

দোকানদাররা জানান, বড়দিন উপলক্ষে কয়েক দিন ধরেই বিক্রি বেড়েছে কয়েক গুণ। একজন পোশাক ব্যবসায়ী বলেন, “এই উৎসবকে ঘিরেই আমরা সবচেয়ে বেশি বিক্রির আশা করি। এবছর ক্রেতার সংখ্যা বেশি, বিক্রিও ভালো হচ্ছে।” জুতা ব্যবসায়ীরাও জানান, বিভিন্ন নতুন ডিজাইন ও অফারের কারণে ক্রেতারা আগ্রহ নিয়ে কেনাকাটা করছেন।

অন্যদিকে ক্রেতারাও সন্তোষ প্রকাশ করে বলেন, পছন্দ অনুযায়ী পণ্য পাওয়া যাচ্ছে এবং উৎসবের আনন্দকে ভাগ করে নিতে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে পেরে তারা আনন্দিত।

উল্লেখ্য, বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। দিনটিকে ঘিরে মধুপুরের গির্জাগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মিলিয়ে বড়দিন সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো মধুপুর জনপদ।