সংবাদ শিরোনাম
হাসান কবির চৌধুরী (কসবা প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৫, 9:51 AM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটি চাল বাজারের সামনে কৃষি ব্যাংকের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১/১১/২০২৫) ইং আনুমানিক রাত এগারোটা বিশ মিনিটের দিকে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ থেকে দেড় ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, এই ঘটনায় ১৫ থেকে ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনায় পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত