ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ প্রকল্পে লোক নিয়োগে বিএনপি নেতাদের চিঠি ঘিরে তোলপাড়

#

নজরুল ইসলাম জুয়েল (ময়মনসিংহ)

০১ অক্টোবর, ২০২৫,  2:15 PM

news image

ময়মনসিংহে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (RPCL) ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে শ্রমিক নিয়োগে বিএনপির দুই ওয়ার্ড নেতার চিঠিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলীয় প্যাডে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো ওই আবেদনপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে তোলপাড় শুরু হয়।

চিঠিতে দাবি করা হয়, প্রকল্পের আশপাশের এলাকার বাসিন্দাদের—বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের—নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়নি। এজন্য স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

গত ২৩ সেপ্টেম্বর চিঠিটি দিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির ৩১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. আবদুস সেলিম এবং ৩২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, “কেউ দলীয় প্যাড ব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা নিতে পারে না। ওই দুই নেতা যা করেছেন, তা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং এতে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “আমরা মিটিং করে তাঁদের শোকজ করেছি এবং ৪৮ ঘণ্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তবে দুই নেতা দাবি করেছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এলাকার দরিদ্র মানুষের চাকরির দাবিতে চিঠি দিয়েছেন।  

আবদুস সেলিম বলেন, “শ্রমিক নেতারা নিয়োগ দিয়েছে কিন্তু আমরা কোন লোক নিয়োগ দিতে পারিনি। স্থানীয়রা যেন নিয়োগে সুযোগ পায়, সেটাই বলেছি।”

দলীয় প্যাডে আবেদন করা ভুল হয়েছে স্বীকার করে তোফাজ্জল হোসেন বলেন, "এটা আমাদের উচিত হয়নি, আমরা আগে বুঝতে পারিনি এমন হবে। আমরা শুধু স্থানীয়দের পক্ষে কথা বলেছি।”

এ বিষয়ে আরপিসিএল প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, "আমাদের কাছে বিএনপির দুই নেতা  স্থানীয় লোক নিতে আবেদন করেছে, তবে আমরা জানিয়েছি প্রকল্প প্রায় শেষ পর্যায়ে তাই এখন লোক নিয়োগ করা সম্ভব নয়।"