সংবাদ শিরোনাম
এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)
১৭ ডিসেম্বর, ২০২৫, 1:09 AM
বিজয় দিবসে রাজশাহী সরকারী সিটি কলেজের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলীর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবাই নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ মো. ইলিয়াস আলী বলেন, বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অনেক শিক্ষার্থী অংশ নেন।
সম্পর্কিত