ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে কাঁকফো গ্রামের রাস্তা উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর)

২৮ ডিসেম্বর, ২০২৫,  9:50 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো পুরাতনপাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ নিরসনে বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

রাস্তাটির উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আজিজ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা-কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই ইটের সোলিং রাস্তা তারই অংশ, ভবিষ্যতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।