ইমরান হোসেন (খুলনা)
১৯ ডিসেম্বর, ২০২৫, 4:36 PM
বটিয়াঘাটার গঙ্গারামপুরে মিথ্যে মামলার শিকার অসহায় কৃষক
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলার মতিলাল মন্ডলের দুই ছেলে কৃষক নিরমল মন্ডল, মহানন্দ মন্ডল, আমতলা- কাতিয়া নাংলা মৌজায় ৫২-৪৩-৯ রেকর্ড ১.০৫ একর জমি, ইজারা কেস নং-১৭২/৭৮/৭৯ এর মধ্যে বিপি৫৮ শতক, বাকিটা রেকর্ড বুনিয়াদে মৃত্যু মতিলাল মন্ডলের ওয়ারেশগন নিরমল মন্ডল, মহানন্দ মন্ডল মলিক, ইন্দ্রানী মন্ডল, স্বামী মৃত্যু দিলিপ মন্ডল (সরকারি সুখ দাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) আমতলা এলাকার বাসিন্দা, দীর্ঘ দিন দরে অসহায় কৃষক পরিবারের উপর বিভিন্ন সময় ভূয়া কাগজ দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন মিথ্যা মামলা হামলা হুমকি শারীরিক নির্যাতন করে আসছে।
এব্যাপারে জমির মালিক নিরমল মন্ডল ও মহান্দ মন্ডল বলেন, আমাদের রেকর্ডি ও ইজারাকৃত সম্পত্তি আমরাই ভোগদখল করে আসছি। আমার ঠাকুর দাদার আমল থেকে এখনো জমিতে আছি। গ্রামের সাধারণ মানুষ ভয়ে ভিডিও সাক্ষাৎ দিতে রাজি হয় নাই। মৌখিকভাবে তারা বলেন, আমরা দেখে আসছি নিরমল মন্ডল ও মহান্দ মন্ডলরাই জমিতে আছে। নিরমল মন্ডল ও মহান্দ মন্ডল বলেন, জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি, আমরা এই ইন্দ্রানী মন্ডল মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চাই।