ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটার গঙ্গারামপুরে মিথ্যে মামলার শিকার অসহায় কৃষক

#

ইমরান হোসেন (খুলনা)

১৯ ডিসেম্বর, ২০২৫,  4:36 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলার মতিলাল মন্ডলের দুই ছেলে কৃষক নিরমল মন্ডল, মহানন্দ মন্ডল, আমতলা- কাতিয়া নাংলা মৌজায় ৫২-৪৩-৯ রেকর্ড ১.০৫ একর জমি, ইজারা কেস নং-১৭২/৭৮/৭৯ এর মধ্যে বিপি৫৮ শতক, বাকিটা রেকর্ড বুনিয়াদে মৃত্যু মতিলাল মন্ডলের ওয়ারেশগন নিরমল মন্ডল, মহানন্দ মন্ডল মলিক, ইন্দ্রানী মন্ডল, স্বামী মৃত্যু দিলিপ মন্ডল (সরকারি সুখ দাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) আমতলা এলাকার বাসিন্দা, দীর্ঘ দিন দরে অসহায় কৃষক পরিবারের উপর বিভিন্ন সময় ভূয়া কাগজ দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন মিথ্যা মামলা হামলা হুমকি শারীরিক নির্যাতন করে আসছে।

এব্যাপারে জমির মালিক নিরমল মন্ডল ও মহান্দ মন্ডল বলেন, আমাদের রেকর্ডি ও ইজারাকৃত সম্পত্তি আমরাই ভোগদখল করে আসছি। আমার ঠাকুর দাদার আমল থেকে এখনো জমিতে আছি। গ্রামের সাধারণ মানুষ ভয়ে ভিডিও সাক্ষাৎ দিতে রাজি হয় নাই।  মৌখিকভাবে তারা বলেন, আমরা দেখে আসছি নিরমল মন্ডল ও মহান্দ মন্ডলরাই জমিতে আছে। নিরমল মন্ডল ও মহান্দ মন্ডল বলেন,  জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি, আমরা এই  ইন্দ্রানী মন্ডল মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চাই।