সংবাদ শিরোনাম
আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)
২১ ডিসেম্বর, ২০২৫, 1:20 PM
ফেঞ্চুগঞ্জে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আধিপত্যবাদবিরোধী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পশ্চিম বাজার সামাদ প্লাজার সম্মুখে শেষ হয়।
মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, তানিম আহমদ, শাহিন আহমদ ও রাব্বি হাসান শিশির।
সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পর্কিত