কামরুজ্জামান বাবু (পোরশা)
০৩ জানুয়ারি, ২০২৬, 12:08 AM
পোরশা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
নওগার পোরশা থানাধীন বড়গ্রাম মৌজাস্থ বড়গ্রাম বাজারের পশ্চিম উত্তর কর্ণারে জনৈক মোঃ সবুর মাষ্টারের আম বাগানের ভিতরে পূর্বপাশে মেহগনি গাছের নিচে থেকে মাদক কারবারিকে আটক করা হয়। পো
পোরশা থানার এসআই (নিরস্ত্র)/মোঃ জিয়াউর রহমান ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ পলাশ হোসেন (৩৩), পিতা-মৃত বকুল হোসেন, মাতা-মোছাঃ আজিদা বেগম, সাং-বড়গ্রাম (কাইয়াপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ এর নিকট থেকে ৪৯ (ঊনপঞ্চাশ) পিস Tapentadol Tablets 100 mg ট্যাবলেট উদ্ধার করে। যার ওজন (৪৯×০.২৭)=১৩.২৩ গ্রাম। মূল্য আনুমানিক ১৪,৭০০/-টাকা।আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করলে মামলা রুজু করা হয়।
আসামীর বিরুদ্ধে পোরশা থানার মামলা নং-০১ তারিখ-০১/০১/২০২৬ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২৯(ক) রুজু হয়েছে।