ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

পোরশার সরাইগাছি জিরো পয়েন্টে পুলিশ ফাঁড়ীর দাবি এলাকাবাসীর

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৬ অক্টোবর, ২০২৫,  4:52 PM

news image

নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের অধীন জিরো পয়েন্টে জরুরী ভিত্তিতে টেকসই একটি  পুলিশ ফাঁড়ীর দরকার।

থানায় থাকা যৎসামান্য পুলিশ ফোর্স দিয়ে তিনটি ভয়ংকর স্থান যেমন সরাইগাছি টু শিশা রোড এবং সরাইগাছি টু ফকিরের মোড় ও সরাইগাছি টু দাউদপুর ব্রীজ কভার করা সম্ভবপর নয়। নিতপুর সদর থেকে সরাইগাছি জিরো পয়েন্ট ৮ কিলোমিটার দূরে। প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, ডাকাতি। বর্তমানে পোরশা উপজেলাবাসী এখন আতঙ্কিত অবস্থায় দিন পার করছে।

বেলা শেষ হলেই ডাকাতি আর ডাকাতি। হাসপাতালে থাকা রোগী বহন কারী   জরুরি এম্বুলেন্সটাও এখন নিভৃতে কাঁদছে সেও রোগী নিয়ে নিরাপদ নয় তাকেও  ডাকাতদের কবলে পড়তে হয়েছে। এই মহা বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হলে দরকার চেয়ারম্যান বৃন্দের  গ্রাম পুলিশ ও সরকারের আরও একটি অংশ আনসার বাহিনী সঙ্গে তো যুক্ত থাকবে পুলিশ বাহিনী এই দল ছাড়া ডাকাত দলকে প্রতিহত করা সম্ভবপর নয় বলে মনে করছেন সচেতন মহল। 

বিষয় টি জনগুরুত্বপূর্ণ মনে করে একটি পুলিশ ফাঁড়ী নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছে  মাননীয় জেলা শাসক এবং পুলিশ সুপার মহোদয়ের নিকট। তাহলে সাধারণ মানুষ কিছুটা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ।