ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

পরিবহন শ্রমিক হত্যায় কালিয়াকৈরে প্রতিবাদ মিছিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৩ নভেম্বর, ২০২৫,  8:06 PM

news image

দেশব্যাপী পরিবহনে অগ্নিসংযোগ ও শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে হাজারো পরিবহন শ্রমিক ও মালিক অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের নামে সাধারণ মানুষের যানবাহনে অগ্নিসংযোগ, হামলা ও শ্রমিক হত্যার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, গাজীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কার্যকরী সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী মিলনসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি শ্রমিক-মালিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।